মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্যকে সনাতন ধর্মাবলম্বীদের সংবর্ধনা
মুন্সীগঞ্জ-৩ আসনের (সদর-গজারিয়া) নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে সংবর্ধনা দিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সংবর্ধনার আয়োজন করে এই আসনের সনাতনি হিন্দু সমাজ।
মুন্সীগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যডিভোকেট অজয় কুমার চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মতিউল ইসলাম হিরু ও জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অভিজিৎ দাস ববি।
সংবর্ধনা অনুষ্ঠানে মুন্সীগঞ্জের এই দুই উপজেলার সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিল।