বিশ্ব ইজতেমায় নাশকতার কোনো তথ্য নেই : র্যাবের ডিজি
দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামী শুক্রবার (২ ফেব্রুয়ারি)। ইজতেমায় আগত মুসল্লিদের সুযোগসুবিধা ও নিরাপত্তার জন্য প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বিশ্ব ইজতেমায় নাশকতার কোনো তথ্য না থাকলেও বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
আরও পড়ুন
বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করবে ছয় হাজার পুলিশ : জিএমপি কমিশনার
আজ বুধবার (৩১ জানুয়ারি) গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন র্যাবের ডিজি।