দিনাজপুরে বাসচাপায় নিহত ৪
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিআরটিসির বাসচাপায় চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবুল হাসনাত বলেন, দিনাজপুর-রংপুর আঞ্চলিক সড়কের চিরিরবন্দরের রানিরবন্দর বাজার মোড়ে বিআরটিসির একটি বাস দ্রুতবেগে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে চাপা দেয়। এতে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সৈয়দপুর ও চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘নিহত চারজনের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে চিরিরবন্দর থানার পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছেন।’