নরসিংদীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
নরসিংদীতে ইঞ্জিনিয়ার আলামিন হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শামিমা পারভিন এই রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি কারাগারে বাকিরা পলাতক রয়েছেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন নুরুল আমিন ওরফে রাহুল, মো. হৃদয় মিয়া, মো. কাউসার মিয়া, মাহিন, রাকিবুল ইসলাম শুভ, সুমন ওরফে সুন্দর সুমন, আশ্রাব উদ্দিন ওরফে শাকিল, রিপন, সাইদুর ও রুবেল। এদের মধ্যে মাহিন ও রাকিবুল ইসলাম শুভ কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৬ আগস্ট প্লান ভিউ কনসালটেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ফার্মের সহকারী প্রকৌশলী আলামিন রাতে তাঁর স্টেডিয়াম এলাকার কর্মস্থল থেকে বেলাবোর বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি বেলাবো উপজেলার দড়িকান্দি খাইল্লা বন্দের চকে প্রথম ব্রিজের সামনে পৌঁছালে দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা তাঁর গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করেন। হত্যার পর তাঁর মরদেহ পাশের একটি ক্ষেতে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় নিহত আলামিনের বাবা নাজিম উদ্দিন মোহন বাদী হয়ে বেলাবো থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ১১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক ১০ জনকে যাজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডাদে দেওয়া হয়। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।