চাকরির প্রলোভনে পদ্মার চরে নিয়ে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পদ্মার চরে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ও বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ ও শরীয়তপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন শরীয়তপুরের নওপাড়া এলাকার শাবিব ওরফে আকাশ (২২), রবিন ওরফে রোমান (২১) ও খালেকুজ্জামান তারেক (২২)। তাদের কাছে ছুড়ি, জিম্মি করার কাজে ব্যবহৃত নৌকা ও নগদ অর্থ জব্দ করা হয়। তারা পেশাদার অপরাধী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি রেস্টুরেন্টে মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে ফরিদপুরে বোয়ালমারী এলাকার মো. রবিউল নামের এক যুবককে দেখা করতে বলে গ্রেপ্তারকৃত তিনজনসহ জিম্মি চক্রের সদস্যরা। রবিউল তাদের কথামতো টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় এলে কৌশলে তাকে ট্রলারযোগে পদ্মার চরে নিয়ে যায় তারা। পরে সেখানে নিয়ে জিম্মি করে মাটিতে পুতে রাখার হুমকি দিয়ে মুক্তিপণ দাবি করে সাথে থাকা মোবাইলফোনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। প্রাণ বাঁচাতে স্বজনদের কাছ থেকে মোবাইল ব্যাংকে মোট ২৪ হাজার টাকা দিলে মারধর করে নদীরপারে ফেলে যায় তারা। পরে কোনমতে বেঁচে ফিরে টঙ্গিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন রবিউল। এই অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে চার দিনের মাথায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা কর্মকর্তা (উপ-পরিদর্শক) মো. রফিক জানান, গ্রেপ্তারকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে প্রেরণের পর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।