মহাসহস্রে দুর্ঘটনা, নিহত ২
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মহাসহস্র এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি বেলা আড়াইটার দিকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময়য় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের মহাসহস্র এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলেই অটোরিকশাচালক রাজু মিয়া মারা যান। আহত চারজনকে রাজনগর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশার যাত্রী নাঈম আহমদকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সিএনজিচালিত অটোরিকশাচালক রাজু মিয়া ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর যাত্রী নাঈম আহমদ মারা যান। আহত তিন জনের মধ্যে অপর সিএনজিচালতি অটোরিকশার চালকও রয়েছেন।