শেরপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত, আহত ২
শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ এক পথচারী আহত হয়েছে।
আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেঁতুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম খোরশেদ আলম বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, পান ভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী থেকে শেরপুরের দিকে এবং শেরপুর থেকে ঝিনাইগাতীর দিকে আসা একটি সিএনজি চালিক অটোরিকশা তেঁতুলতলা বাজারের কাছাকাছি এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে পুলিশ ও ফায়ারসার্ভিসের লোকজন এসে মৃতদেহ ও আহতদের উদ্ধার করে। এ সময় ট্রাক ড্রাইভার ও তার সহকারী পালিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ মোহাম্মদ তারেক জানান, তারা মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।