বিএনপি নেতাদের জামিন বিষয়ে কিছু বলার নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যাসহ সরকারের আনা বিভিন্ন অভিযোগে কারান্তরীণ বিএনপি নেতাদের মুক্তির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি নেতাদের বিভিন্ন কারণে অন্তরীণ করে রাখা হয়েছিল। আদালত তাদের জামিন দেওয়ার বিষয়টি বিবেচনা করে জামিন দিয়েছেন। এখানে সরকারের কিছু করার নেই, বলারও কিছু নেই।’
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে করা প্রশ্নের জবাব দেন।
বিএনপির রাজনীতির বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি এবার নির্বাচনে আসেনি। তারা জাতীয় সংসদের বিরোধী দলও নয়। দেশে এখন ছোটখাট অনেক রাজনৈতিক দল আছে। বিএনপিও তাদের মতোই একটি রাজনৈতিক দল।
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের দেশে অনেক রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে আমরা জোর চেষ্টা চালিয়ে আসছি।