নেত্রকোনা আইনজীবী সমিতির সভাপতি মাজহারুল, সম্পাদক মহিদুর
নেত্রকোনা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাজহারুল হক খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মহিদুর রহমান তালুকদার (লিটন)।
আনন্দঘন পরিবেশে আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গণনা শেষে নির্বাচনি ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ১৬৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট মাজহারুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহীদুল্লাহ্ পেয়েছেন ১১৭ ভোট। ১৩৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিদুর লিটন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিবলী সাদী অপু পেয়েছেন ১০৬ ভোট।
এ ছাড়া ১১৭ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন এখলাছুর রহমান খান। মাত্র চার ভোটের ব্যবধানে পরাজিত হন নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দিদারুল হক চৌধুরী। তিনি পেয়েছেন ১১৩ ভোট।
১৬৮ ভোট পেয়ে বিনোদন ও খেলাধুলা সম্পাদক নির্বাচিত হয়েছেন মির্জা মো. হুমায়ুন কবীর, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন শুভ পেয়েছেন ১২২ ভোট।
ভোটগ্রহণ ও গণনা শেষে সবার উপস্থিতিতে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আশীষ কুমার সিংহ।