গাজীপুরে কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ৬
গাজীপুর মহানগরের বাবারুল সুখীনগর ধীরাশ্রম এলাকায় ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড নামের এক কারখানায় লেমিনেশন মেশিন বিস্ফোরণে মো. লিখন মিয়া (২৪) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন।
আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘দুপুর পৌনে ১টার দিকে ওই কারখানার লেমিনেশন মেশিন বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এ সময় ঘটনাস্থলে কর্মরত এক শ্রমিক আগুনে পুড়ে মারা যায় এবং অপর ছয়জন আহত হয়। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
আব্দুল্লাহ আল আরেফিন আরও বলেন, নিহতের নাম মো. লিখন মিয়া। তার গ্রামের বাড়ি গাইবান্ধায়। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।