সিরাজগঞ্জে চরের জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃদ্ধ নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনার চরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুলাল মল্লিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে খোকন সরদার, রফিক সরদার, রজব আলী সরদার ও ইউসুফ সরদারকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ শনিবার (২ মার্চ) বিকেলে শাহজাদপুর উপজেলার কৈজুড়ী ইউনিয়নের ঠুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
কৈজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, যমুনা চরের জমি নিয়ে ঠুটিয়া গ্রামে ইসলাম মল্লিক ও শুকুর ব্যাপারীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ বিরোধপূর্ণ এই জমির সীমানা প্রচীর নির্ধারণ করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সালিশী বৈঠক বসে। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। পরে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুলাল মল্লিক নিহত হয় ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
হাসপাতালে আহত খোকন সরদার বলেন, চরের জমির সীমানা নিয়ে কৈজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মাস্টারের উপস্থিতিতে বৈঠক বসে। এসময় শুকুর ব্যাপারীর লোকজন লাঠিসোটা, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় দুলাল মল্লিক নিহত হয় ও অন্তত ১০ জন আহত হয়। হামলা করে দোকানপাট ভাঙচুর ও গরু লুট করে নিয়ে যায়।
কৈজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন মাস্টার বলেন, জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এবিষয় নিয়ে এর আগেও একাধিকবার সালিশী বৈঠক হয়েছে। আজ আমরা জমি নিয়ে মীমাংসার জন্য বৈঠকে বসেছিলাম। আমরা উভয় পক্ষের কথা শুনেছি। সমাধানের জন্য দুপক্ষের ৫ জন করে মুরুব্বিদের দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠক শেষে আমরা চলে আসার পর খবর পেলাম উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছে। একজন মারাও গেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, সংঘর্ষে একজনের নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে জানাতে পারব।