ফসলি জমিতে পুকুর খনন, ১৫ দিনের কারাদণ্ড
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফসলি জমিতে পুকুর খননের অপরাধে জমির মালিক আশরাফুল ইসলামকে (৪০) ১৫ দিনের কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রম্যমাণ আদালত।
আজ বুধবার (৬ মার্চ) বিকেলে উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানা এই দণ্ডাদেশ দেন।
আশরাফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের সেনগাঁতী গ্রামের বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানা বলেন, কৃষি জমিতে পুকুর খনন অপরাধ। অনুমতি ছাড়া পূর্ণিমাগাঁতী ইউনিয়নের সেনগাঁতী গ্রামে আশরাফুল ইসলাম তার নিজ ফসলি জমিতে পুকুর খনন করছিলেন। বিষয়টি জানার পর সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। পুকুর খননের সময় তাঁকে হাতেনাতে ধরা হয়। পরে তাঁকে ১৫ দিনের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এরপর পুলিশ তাঁকে কারাগারে পাঠায়।