ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা, দিনব্যাপী মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আজ শুক্রবার (৮ মার্চ) সকালে বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে উদ্বোধনী নৃত্যের পর কেককেটে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।
অনুষ্ঠানে ভাষাসৈনিক এম শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রেসক্লাবকে প্রদত্ত মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন মরহুম শামসুল হকের ছেলে সংসদ সদস্য শরীফ আহমদ।
প্রেসক্লাব সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রেসক্লাব সম্পাদক অমিত রায়ের সঞ্চালণায় আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, প্রেসক্লাবের সহসভাপতি মোশররফ হোসেন ও জগদীশ চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক ও মোমতাজ উদ্দিন, সিপিবির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, র্যাব ১৪-এর উপ-অধিনায়ক আনোয়ার হোসেন, জন উদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু প্রমুখ।
এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, প্রেসক্লাব সদস্য ও পরিবারবর্গ, ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাসহ সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।