মেহেরপুরে ৫৫৫ নারী পেলেন ‘হার পাওয়ার প্রকল্পের’ ল্যাপটপ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘হার পাওয়ার প্রকল্পের’ আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসেবে ৫৫৫ নারী ল্যাপটপ পেয়েছেন। আজ রোববার দুপুরে মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে এ ল্যাপটপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জেলা পর্যায়ে মেহেরপুরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করে দিয়েছেন এবং উপজেলা পর্যায়ে জয় স্মার্ট এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলছে। সেই সঙ্গে অল্প কিছুদিনের মধ্যেই সারা বাংলাদেশের পাঁচ হাজার নারী উদ্যোক্তার মধ্যে ৫০ হাজার করে টাকা সিড মানি হিসেবে দেওয়া হবে। আসুন আমরা নারী-পুরুষ ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করি। কেউ পিছিয়ে থাকবে না, কেউ বঞ্চিত থাকবে না।’
পরে সেখানে হার পাওয়ার প্রকল্পের আওতায় ৫৫৫ প্রশিক্ষণার্থী নারীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৫৮ কোটি টাকা।
এর আগে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মুজিবনগর স্মৃতি মানচিত্রে পুষ্প মাল্য অর্পণ করেন।