লক্ষ্মীপুরে অগুনে আট দোকান পুড়ে ছাই
লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে আটটি দোকান পুড়ে গেছে। এতে মালামালসহ দোকানঘর পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। আজ শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের বলিরপুল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আগুনে মুদি দোকান করিম স্টোর, আলাউদ্দিনের ফার্মেসি, খুরশিদের ফার্মেসি, আনোয়ার বস্ত্রবিতান, আবদুর রহমানের টেইলার্স, সুমনের টেলিকম ও আব্বাছের ফলের দোকান পুড়ে গেছে। তাদের অভিযোগ, মুদি দোকানের প্রায় ৬০ লাখ টাকা, দুটি ফার্মেসির প্রায় তিন লাখ টাকা, বস্ত্রবিতানের প্রায় আট লাখ টাকা, টেইলার্সের প্রায় ছয় লাখ টাকা, টেলিকম দোকানির প্রায় ছয় লাখ টাকা ও ফল ব্যবসায়ীর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তছলিম চারটি, তোফায়েল দুটি, মোসলেহ উদ্দিন একটি ও বাবুল একটির ঘরের মালিক। দোকানগুলো পুড়ে গিয়ে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
প্রত্যক্ষদর্শী পল্লী চিকিৎসক রুবেল হোসেন জানান, মোবাইলফোনে সকালে একজন রোগীর কল পেয়ে তিনি দোকানে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে অল্প সময়ের জন্য দোকানে বসেন তিনি। এরমধ্যে দুটি বিকট শব্দ শোনা যায়। তাৎক্ষণিক বাইরে বের হয়ে দেখা যায় কাপড়ের দোকানে আগুন। চিৎকার দিলে আশপাশের মানুষজন ছুটে আসে। পরে কল দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কমলনগর ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল মজিদ বলেন, ‘ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আমরা আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এরআগেই আটটি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।