ময়মনসিংহে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে আহতের ঘটনায় গ্রেপ্তার ৩
ময়মনসিংহে আসামি ধরতে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৮ মার্চ) রাতে তাদেরকে ত্রিশাল ও ভালুকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—বেদেনা (৫০) ও তার ছেলে হারুন (৪৪) ও নাইম (২৫)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল সোমবার বিকেলে এ ঘটনায় ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) হুমাইয়ুন বাদী হয়ে মামলা করেন। গত রোববার রাতে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বেদেনাকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। পরে বেদেনার দুই ছেলে কুপিয়ে তিন পুলিশ সদস্যকে আহত করে এবং বেদেনা ছিনিয়ে নিয়ে যায়।