অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রলীগনেতা কারাগারে
লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্রসহ আবদুর রহমান (অনিক) নামে এক ছাত্রলীগনেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার (২৫ মার্চ) বিকেলে তাঁকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাঁকে জেলা কারাগারে পাঠিয়েছেন।
আবদুর রহমানের (অনিক) বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
গতকাল রোববার দিনগত রাত দেড়টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের চন্দ্রগঞ্জ বাজারের এক নম্বর পোল এলাকা থেকে র্যাব-১১ অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়। আজ দুপুরে র্যাব ১১-এর নোয়াখালীর ক্যাম্পের নায়েব সুবেদার মিরাজ আলী ভুঁইয়া বাদী হয়ে অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেন। একই সঙ্গে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
অনিক চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের আবদুল হকের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, র্যাব মামলার পর আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে অস্ত্র মামলায় লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে জেলা কারাগারে পাঠিয়েছেন।