দুস্থদের জন্য ১০ টাকায় গরুর মাংস!
নিম্নআয়ের-দুস্থদের জন্য এবার ব্যতিক্রমী আয়োজন করেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই সরল মানবকল্যাণ সংগঠন। আজ বুধবার (৩ এপ্রিল) সংগঠনটির উদ্যোগে স্থানীয় নিম্নআয়ের ও দুস্থদের মাঝে মাত্র ১০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে শুনতে অবাক লাগলেও বিষয়টি সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে।
সরেজমিনে দেখা যায়, শিলই ইউনিয়নের মৃধা বাজারে সামিয়ানা টাঙিয়ে বসছে ‘সরল মাংসের দোকান’। নামমাত্র মূল্যে গরুর মাংস কিনতে হাজির হয় শতশত দুস্থ মানুষ। দোকানের সামনে পসরায় হাজারও মাংস থেকে প্রতি পরিবার কিনে নিচ্ছে এক কেজি করে। সংগঠনের সদস্যরা তাদের কাছ থেকে নিচ্ছে মাত্র ১০ টাকা। হাসি মুখে বাড়ি ফিরছে সকলে। এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন নিম্নআয়ের হতদরিদ্র মানুষ।
স্থানীয় দিলু বেপারী বলেন, জন্মের পর থেকে কোথাও শুনলাম না মাত্র ১০ টাকায় গরুর মাংস। এই প্রথম দেখলাম। যারা এই আয়োজন করেছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ।
মো. কাশেম বলেন, বাজারে এক কেজি গরুর মাংস ৬০০-৭০০ টাকা, এজন্য অনেকদিন ধরে গরুর মাংস খাইতে পারি না। মাত্র ১০ টাকায় গরুর মাংস পাওয়ায় অনেক আনন্দ লাগতাছে। আমার মতো অনেকে আসছে। যারা গরিব তাদেরই দেওয়া হইতাছে। খুব সুন্দর আয়োজন।
পরী বেগম বলেন, গতকাল বাসায় যাইয়া কইয়া আইছে ক্লাবের মানুষ, আজকে আমাগো গরুর মাংস দিব ১০ টাকায়। আমি তো ভাবছিলাম ১০ টাকায় ক্যামনে দিবো। এখন আইসা সত্যিই সত্যিই পাইলাম নাতি-নাতিন নিয়া খামু।
আয়োজক সংগঠন শিলই সরল মানবকল্যাণ সংগঠনের সভাপতি স্বপন ভূঁইয়া জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্নআয়ের মানুষদের নিত্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে৷ তাদের কাছে মাংস কেনাটা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই কোন প্রকার দান কিংবা সহযোগিতা নয়, নিম্নআয়ের মানুষ যেন মাংস খেতে পারে সেই লক্ষ্যে এমন উদ্যোগ।
সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ সজিব বলেন, আমাদের এলাকার তরুণ যুবকরা সবাই কোন না কোন কাজের সাথে জড়িত। সংগঠনের সদস্য স্থানীয় তরুণ- যুবক ও প্রবাসীরা আর্থিক সহযোগিতার মাধ্যমে এ কার্যক্রমের আয়োজন করেছে। মোট তিনটি গরু জবাই দেওয়া হয়েছে। এতে প্রায় ৫০০ পরিবারের মাঝে ১০ টাকা কেজি বিক্রি করা হয়েছে মাংস। আগামীতে আমাদের এ কার্যক্রম চালু রেখে মানুষের পাশে দাঁড়াতে চাই।