উত্তপ্ত বান্দরবান : পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
বান্দরবানের থানচি ও আলীকদমে ফের পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তাণ্ডব চালিয়েছে। থানচির পর বৃহস্পতিবার (৪ এপ্রিল) মধ্যরাতে থানচি-আলীকদম সড়কের ডিমপাহাড় এলাকায় নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে দেয় সশস্ত্র সংগঠনটি। যদিও আজ শুক্রবার সকাল পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু, উত্তাপ ছড়াচ্ছে এসব পরিস্থিতি। সেই পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগামীকাল শনিবার (৬ এপ্রিল) বান্দরবানের উদ্দেশে মন্ত্রীর রওয়ানা হওয়ার কথা রয়েছে।
আজ শুক্রবার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবানের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সেখানে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেবেন।
এদিকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধারের পর সোনালী ব্যাংকের রুমা শাখার ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব সদস্যরা মধ্যস্থতার মাধ্যমে বান্দরবানের বাথেলপাড়া এলাকা থেকে ব্যাংকের ব্যবস্থাপককে উদ্ধার করেন।
আজ রুমা-থানচিতে ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় চারটি মামলা করেছে পুলিশ। এরমধ্যে রুমা থানায় তিনটি এবং থানচি থানায় একটি মামলা হয়েছে। চারটি মামলাতেই আসামিরা অজ্ঞাত।