ঢাকাস্থ পূর্বধলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল
ঢাকায় কর্মরত নেত্রকোণার পূর্বধলা উপজেলার অধিবাসীদের নিয়ে গঠিত সংগঠন, ঢাকাস্থ পূর্বধলা সমিতির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর পল্টনে আকরাম টাওয়ারের সুং ফুড গার্ডেনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য আহমদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মিসবাহুজ্জামান চন্দন, সমিতির নব গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম আব্দুল লতিফ ও সদস্য সচিব আয়কর আইনজীবী তাপস আদিত্য।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বধলা সমিতির উপদেষ্টা সাংবাদিক মজিবুর রহমান, আলমগীর হোসেন, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহীন সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের উপমুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আহনাফ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।