গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা খালে গোসল করতে নেমে নিখোঁজের পর মো. শান্ত (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নূরপুর সংলগ্ন পদ্মার শাখা ডহুরী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শান্ত নূরপুর বেপারিবাড়ির শাহ আলম বেপারীর ছেলে। এর আগে গতকাল শনিবার বিকেল ৫টার দিকে খালে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হয়েছিলেন তিনি।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, নিহত শান্ত মৃগী রোগে আক্রান্ত ছিলেন। গতকাল গোসলে নেমে ডুবে যান তিনি। এ সময় অনেক খোঁজাখুঁজি করা হলেও পাওয়া যায়নি তাঁকে। পরে খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের ডুবরী দল। অভিযানের একপর্যায়ে আজ বেলা ১১টার দিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।