ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবক আক্তার হোসেনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত আক্তার হোসেন উপজেলার নদীপাড়া গ্রামের নুর মুহাম্মদের ছেলে।
গতকাল সোমবার রাতেই সংঘর্ষের ঘটনায় কালীগঞ্জ থানায় দুই পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। ২১ জনকে আসামি করে একটি মামলা করেছেন রুবেল হোসেন। অন্যদিকে আটজনকে আসামি করে অপর একটি অভিযোগ করেছেন শেফালি বেগম।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, গতকাল বিকেলে উপজেলার নদীপাড়া এলাকায় এক শিশুকে ধমক দেওয়া নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এলাকার দেলোয়ার হোসেন ও পৌর যুবলীগের আহ্বায়ক শফিকুজ্জামান রাসেল গ্রুপের অন্তত আটজন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আক্তার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।