রাজধানীর রাস্তা ফাঁকা
রাত পোহালেই ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন অনেকে। আজ বুধবারও (১০ এপ্রিল) অনেকে ঢাকা ছাড়ছেন। তবে প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় ব্যস্ততম নগরীর রাস্তা অনেকটা ফাঁকা হয়ে গেছে।
আজ বুধবার (১০ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, বাংলামোটর, পান্থপথ, শাহবাগ, মিরপুর, ধানমণ্ডিসহ বিভিন্ন জায়গায় রাস্তায় হাতেগোনা কিছু যানবাহন দেখা গেছে। তবে গুলিস্তান থেকে জিরো পয়েন্ট পর্যন্ত কিছুটা জট লক্ষ করা গেছে এবং মানিকনগর এলাকায় তীব্র জট দেখা গেছে।
গতকাল মঙ্গলবার অফিস শেষে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঢাকা ছেড়ে নিজ গ্রামে বা জেলা শহরে চলে গেছেন অনেকেই। তবে পোশাক কারখানায় গতকাল রাতে ছুটি হওয়ায় অনেকে আজ ঢাকা ছেড়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, আজকের মধ্যে ঢাকা ছাড়বেন বিপুল মানুষ, আরও ফাঁকা হয়ে যাবে ঢাকার সড়ক। এতে ঢাকায় যারা ঈদ করবেন, তারা পাচ্ছেন বাড়তি আনন্দ।
যাত্রাবাড়ীর বাসিন্দা মো. ইয়াসিন মিয়া। তিনি এনটিভি অনলাইনকে জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরিবারের সবাই ঢাকাতে থাকার কারণে তিনি ঈদ ঢাকায় পালন করবেন।
ইয়াসিন আরও বলেন, ‘সারা বছর রাজধানী ঢাকায় গাড়ির জট থাকায় ঠিকমতো গন্তব্যে পৌঁছানো যায় না। এখন এই ফাঁকা রাস্তায় পরিবার-পরিজন নিয়ে গাড়ি দিয়ে ঘোরা যাবে। এতে ঈদের আনন্দ বাড়বে।’
ব্যবসায়ী আবুল কালাম আজাদ এনটিভি অনলাইনকে জানান, তিনি মোহাম্মদপুরের বসিলা থেকে মাত্র ৪০ মিনিটে আজ চিটাগাং রোড যান। সাধারণত এই পথ যেতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগে।
উত্তরার বাসিন্দা নায়না বলেন, ‘শ্বশুরবাড়ি ঢাকায় বলে ঈদ ঢাকায় করি। আর ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা থাকে বলে ঢাকায় চলাফেরা করে মজা পাওয়া যায়। বছরের অন্য সময়ে ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হয়। সেখানে ঈদের ছুটিতে ঢাকা ফাঁকা হওয়ায় বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরিটা খুব উপভোগ্য হয়। সারা বছর এ সময়ের জন্য আমরা অপেক্ষায় থাকি।’
গণমাধ্যমকর্মী রাসেল খান বলেন, ‘ঈদের সময় ঢাকা ফাঁকা থাকায় বাইরে ঘুরতে ভালোই লাগে। ঢাকায় আত্মীয়দের বাসা দূরে হওয়ায় এ সময় ঘুরে আসা যায়। তবে ঢাকায় যানজট না থাকলে অনেক ভালো লাগে।’
এদিকে আজ রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, সায়দাবাদ ও কমলাপুর বাসস্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। আজকের মধ্যে অধিকাংশ যাত্রী ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তিশা পরিবহণের সুভারভাইজার আনোয়ার খান।
কারওয়ান বাজারে রিকশাচালক সোলায়মান বলেন, ‘এই কয়দিন ঢাকায় যানজটের কারণে রিকশা চালাতে সমস্যা হয়েছে। কিন্তু আজ নিমিষেই যেকোনো জায়গায় যাওয়া যাচ্ছে। তবে যাত্রী কিছুটা কম।’