নরসিংদীতে মাইক্রোবাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪
নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর টাটা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ করতে ঢাকা থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। নরসিংদীর মাধবদী টাটা পাড়া এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহত হয় ১০ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে আটজনের অবস্থা গুরুতর হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় চারজন মারা গেছেন। আহত হয়েছেন ১০ জন। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’