একই পরিবারের চারজন নিহতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শোকের মাতম
নরসিংদীর মাধবদীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ছয়জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শোকের মাতম। তারা সবাই ঈদের ছুটিতে মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফিরছিলেন। নিহত ছয়জনের মধ্যে একই বাড়ির চারজন ও পাশের গ্রামের দুজন।
নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে মজিবুর রহমান (২৭), তার ভাগনি মীম আক্তার (২০) ভাগনা আবু হুরায়রা (৯) ও তার চাচা জসিম (৩০) এবং পাশের গ্রাম জালালপুরের হেলাল ও বাবুল।
নিহতদের স্বজনরা জানান, ঢাকা থেকে একটি হাইয়েস মাইক্রোবাসে চেপে নারী ও শিশুসহ মোট ১৩ জন যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসছিলেন। যাত্রাপথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে একজন নারীসহ তিনজনের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেলে আরও দুজন মারা যায়।
এ ঘটনার পর পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। নিহতদের মরদেহ এলাকায় এসে পৌছালে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও আত্মীয় স্বজন পাড়া-প্রতিবেশিসহ সকলেই ভিড় করছে। তাদের এই অকালমৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। ঈদ আনন্দন যেন বিষাদ নেমে আসে নিহতদের জানাজা শেষে বাদ আসর দাফন করা কথা রয়েছে।