নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
নড়াইলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার ডৌয়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম আলছাফ মাতুব্বর (২২)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের আসাদ মাতুব্বরের ছেলে। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
আহত দুজন হলেন—সালথা উপজেলার কুমোরপট্টি এলাকার মোস্তাক সর্দার ও একই জেলার নগরকান্দা থানার আইনপুর মুস্তাকিন (২০)। আহত দুজনই নিহত আলছাফের বন্ধু।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন যুবক একটি মোটরসাইকেল নিয়ে ফরিদপুর থেকে নড়াইলে আসার পথে সদরের ডৌয়াতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের সুপারি গাছে গিয়ে লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলে থাকা অন্য দুজন ও পথচারীকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত পথচারীও মারা যান। তার নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
নড়াইল সদর হাসপাতালের ইমর্জেন্সি মেডিকেল অফিসার অলোক কুমার বাগচী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় চারজনের একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাসপাতালে আনার পর আরেকজনের মৃত্যু হয়। আহত অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’