দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন : আমির হোসেন আমু
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে মন্ততব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী সংসদ সদস্য আমির হোসেন আমু।
আজ রোববার (১৪ এপ্রিল) বিকেলে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এ মন্তব্য করেন।
আমির হোসেন আমু বলেন, ‘বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যেসব বক্তব্য আসছে, এগুলো সরকারবিরোধী বক্তব্য না, এটা ভারতবিরোধী বক্তব্য। মূলত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আজকে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। আল্লাহ তাঁর সহায় বলে তিনি সফল হচ্ছেন। এখনও ষড়যন্ত্র চলছে, এগুলো মেনে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।’
আমির হোসেন আমু আরও বলেন, ‘সাংবাদিকরা সঠিক সংবাদ তুলে ধরে দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবিলায় সরকারকে সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা করছি।’
বাংলাদেশ একটি আমদানি নির্ভরশীল দেশ জানিয়ে আওয়ামী লীগের এই প্রবীণ বলেন, ‘আমাদের বেশিভাগ জিনিসই অন্যদেশ থেকে আমদানি করতে হয়। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, তা আগের চেয়ে একটু দাম বেশি পড়ছে। এ থেকে আবার মধ্যস্বত্বভোগীরা ফায়দা লোটে। আবার আমাদের দেশের পরিবহণ খাত একটি ফায়দা নেয়। উত্তরাঞ্চল থেকে ট্রাক ঢাকায় আসতে অনেক স্থানে চাঁদা দিতে হয়। সুতরাং শুধু যে সিন্ডিকেট তা নয়, বিভিন্ন রকমের সিন্ডিকেট কাজ করছে। সব সিন্ডিকেট মিলিয়ে একটি অসহনীয় অবস্থার সৃষ্টি করা হচ্ছে। সরকার এগুলো মোকাবিলায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে।’
সাংবাদিকরা বর্তমান সরকারের আমলে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে জানিয়ে আমু বলেন, ‘শেখ হাসিনা একটি টেলিভিশন থেকে অনেক টেলিভিশনের অনুমতি দিয়েছেন। যার ফলে আজকে সাংবাদিদের সংগঠন হচ্ছে। সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করতে পারছেন। সুতরাং ধন্যবাদ দিলে প্রধানমন্ত্রীকেই দিতে হবে।’
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও প্যানেল মেয়র তরুণ কর্মকার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য ও প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।
এ সময় টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।