নাটোরে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেলের মনোনয়নপত্র প্রত্যাহার
নাটোরের সিংড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবিব রুবেল তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ রোববার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখের কাছে রুবেল প্রতিনিধির মাধ্যমে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।
এর আগে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় লুৎফুল হাবিব রুবেল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ভিডিও বার্তায় তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিমন্ত্রীর স্বজন হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে জানান। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপহরণের সঙ্গে তিনি জড়িত নন দাবি করে জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। পরে সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। আবেদনপত্র গ্রহণ করে তা নির্বাচন কমিশনে পাঠান এই কর্মকর্তা
গত ১৫ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সিংড়া উপজেলার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে জেলা নির্বাচন অফিস থেকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতন করে সন্ত্রাসীরা।এ ঘটনায় মামলা হলে পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।জব্দ করে মাইক্রোবাসটি। তার ভেভর থেকে উদ্ধার করা হয় ১১টি দেশীয় অস্ত্র ও প্রার্থী রুবেলের নির্বাচনি লিফলেট।
গ্রেপ্তার হওয়া আসামি সুমন আদালতে দেওয়া জবানবন্দিতে প্রতিপক্ষ প্রার্থী লুৎফুল হাবীব রুবেলের পক্ষ নিয়েই তারা দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধর করেছেন বলে স্বীকার করেন। এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলায় লুৎফুল হাবীব রুবেলকে শোকজ করে ২২ এপ্রিল স্বশরীরে হাজির হয়ে নির্বাচন কমিশনে (ইসি) ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয় ইসি।
পরে গত ১৯ এপ্রিল (শুক্রবার) সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত চিঠিতে লুৎফুল হাবীব রুবেলকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত ১৫ এপ্রিল নাটোর জেলা নির্বাচন কমিশন অফিসের সামনে থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. দেলোয়ার হোসেন পাশার মনোনয়নপত্র জমাদানে বাধা, অপহরণের পর মারধরের ঘটনা যা বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয় এবং ওই ঘটনায় করা মামলার আসামি সুমনের ১৬৪ ধারায় জবানবন্দিতে আপনার সম্পৃক্ততা পাওয়া যায়, যা দলীয় আচরণবিধি পরিপন্থি।
নোটিশে আরও বলা হয়, এমতবস্থায় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাব আগামী তিন দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীগণের নিকট লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।’
লুৎফুল হাবীব রুবেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক।