সিলেটে তীব্র গরমের মধ্যে ঝড়, নিহত ৩
সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। এই অস্বস্তিকর আবহাওয়ায় মধ্যে সিলেটে আজ রোববার (২১ এপ্রিল) সকালে ও বিকেলের ঝড়বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও তাতে প্রাণ গেছে তিনজনের।
আজ ভোররাত ৪টার দিকে বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হয় নগরীসহ বেশ কিছু এলাকায়। মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলায় বজ্রপাতে এক ইমামের মৃত্যু হয়েছে। হাফেজ কবীর উদ্দিন (৩৫) নামে ওই ইমামের বাড়ি কানাইঘাট উপজেলার বড়চতুল সোনাতলা এলাকায়। তিনি একই এলাকার এবাদুর রহমানের ছেলে।
জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, ফজরের নামাজ পড়াতে জৈন্তাপুরের টিকরপাড়া মসজিদে যাচ্ছিলেন ইমাম হাফেজ কবীর উদ্দিন। পথিমধ্যে বজ্রপাতে তিনি মারা যান।
এদিকে আজ বিকেলে ও সন্ধ্যার পর দফায় দফায় বৃষ্টি স্বস্তি দিয়েছে সিলেটবাসীকে। কমেছে তাপমাত্রা। বিকেল ৫টার দিকে ঝড়ের সময় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশু উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চানসীর কাপন গ্রামের সিরাজ মিয়ার ছেলে রিহান আহমদ ইয়াসিন (১০) ও নেত্রকোনা জেলার বারহাট্টা থানার নওহাটি গ্রামের লিটন মিয়ার ছেলে ইউসুফ রুহান (১১)। শিশু দুটি আপন মামাতো-ফুফাতো ভাই।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী শিশু দুটির মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আসরের নামার আগে তারা দুজনে একসঙ্গে বাজারে যায়, এর পরই ঝড়তুফান শুরু হয়। তুফানের সময় শিশু দুটি পুকুর পড়ে যায়।