ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বিদ্যুৎশূন্য হয়ে পড়ে গোটা ভবন। অল্পের জন্য রক্ষা পেয়েছে সরকারের কোটি কোটি টাকার সম্পদ। আজ সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায় অগ্নিকাণ্ডের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এর জেরে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল জেলা প্রশাসকের কার্যালয়ে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তানভীর হাসান জানান, সকাল ১০টার দিকে ডিসি অফিসের দ্বিতীয় তলায় আগুন দেখতে পান। সম্মেলন কক্ষের পূর্ব পাশের ছোট একটি কক্ষে কাল ধুয়া ছড়িয়ে পড়ে। দ্রুত পানি স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস সদস্যরা। এ সময় কক্ষের ভিতরে থাকা কম্পিউটার, ল্যাপটপ, মনিটর ,প্রিন্টার, প্রজেক্টরসহ কিছু যন্ত্রপাতি পানিতে নষ্ট হতে পারে। ভবনের যে অংশে আগুন লেগেছে সেই অংশের ছাদ কাল ধুয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্টেশন অফিসার আরও জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
সরেজমিন পরিদর্শন কালে জানা যায়, ঘটনার সময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম নিজ কক্ষে ছিলেন না। ঘটনার কিছু সময় আগেই জেলা কারাগার পরিদর্শনে বেরিয়ে যান তিনি। যারা ছিলেন তাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। কর্মচারীরা দিগ্বিদিক ছুটতে থাকেন। ধোঁয়া ছড়িয়ে পড়ে ভবনের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষের সামনের বারান্দায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় এবং সম্মেলন কক্ষ সম্প্রসারণ ও নতুন করে ডেকোরেশন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জেলা প্রশাসকের দপ্তরের নাজির জাহিদ হাসান জানান, একটি প্রশিক্ষণে ছিলেন তাঁরা। হঠাৎ করে শব্দ শুনতে পান তাঁরা। এরপর ছোটাছুটি শুরু হয়। দ্রুত ট্রান্সমিটারের লাইন বন্ধ করে দেওয়া হয়। এ সময় তারা দেখতে পান দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষের করিডরের ছাদের দিকে আগুন ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অপর প্রত্যক্ষদর্শী প্রশাসনিক কর্মকর্তা মাহবুব জানান, অগ্নিকাণ্ডের কয়েক মিনিট আগে থেকেই ভোল্টেজ আপ-ডাউন করছিল।
ঝিনাইদহ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (ইএম) আবুল খায়ের বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মেইন লাইনে দুই তারের সংযোগ স্থলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
আজ বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।