দাউদকান্দিতে বাসচাপায় শিশুসহ তিনজন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির রায়পুরে বাসচাপায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। অপর দুজন নারী। আজ সোমবার (২২ এপ্রিল) রাতে দাউদকান্দি উপজেলার রায়পুরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার। তবে বাসটিকে এখনও আটক করা যায়নি বলে জানিয়েছেন তিনি।
নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত পৌনে ৮টায় দাউদকান্দি উপজেলার রায়পুরে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাস চারজনকে চাপা দেয়। এই সময় এলাকাবাসী তাদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারী ও এক শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, বাস ও বাসচালককে আটক করতে অভিযান চালানো হচ্ছে।