তালাকের পরও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে যোগাযোগ, ছেলের হাতে বাবা খুন
প্রথম স্ত্রী ও সন্তানদের না জানিয়ে দ্বিতীয় বিয়ে এবং পরে হয় তালাক। এরপরও যোগাযোগ রাখায় পরিবারে বাঁধে কলহ। এ ঘটনায় প্রথম স্ত্রীর ছেলে রুফ আহম্মেদ রাব্বির (১৭) সঙ্গে হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে হাতে থাকা কাঁটা কম্পাসের এলোপাথারি আঘাতে লুটিয়ে পড়েন বাবা মজিবুর রহমান পান্না (৪৯)। পরে মৃত্যু হয় তার।
ময়মনসিংহের পূর্ব ভালুকা কোনাপাড়ায় শুক্রবার (২৬এপ্রিল) সন্ধ্যায় ঘটে এ ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে এসব অভিযোগ উঠে এসেছে। সূত্র জানায়, রাতেই রাব্বিকে আটক করে পুলিশ।
পান্না ৬ নম্বর ভালুকা ইউয়িন যুবলীগের আহ্বায়ক ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ছেলের আঘাতে পান্না লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাইমিনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
ডা. মোহাইমিনুল ইসলাম জানান, মজিবুর রহমান পান্নাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে অভিযুক্ত মারুফ আহম্মেদ রাব্বিকে আটক করা হয়েছে। আঘাতে ব্যবহৃত কাঁটা কম্পাসটি উদ্ধারের চেষ্টা চলছে।