মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত ৩
মুন্সীগঞ্জে পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার রামপাল ইউনিয়নের কোদালধোয়া ও গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কামাল প্রধান তথ্য নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে মোহাম্মদ সুমন মিয়া (২০) নামের এক যুকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কোদালধোয়া এলাকায় ভবন নির্মাণ কাজের জন্য মাটি পরীক্ষার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় মোহাম্মদ সুমন মিয়াসহ তিনজন বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় অপর আহত সামিনুলকে (৪০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এছাড়া একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অপরদিকে, একই ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মনা (৫৫) নামে এক শ্রমিক বিদুৎতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য তাকেও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
চিকিৎসক ডা. কামাল প্রধান জানান, আহত তিনজনের মধ্যে দুইজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। এ ছাড়া একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।