নির্বাচনি দায়িত্ব পালনে গিয়ে ইউএনও’র গাড়ি-বাসের মুখোমুখি সংঘর্ষ
উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে ময়মনসিংহের ঈশ্বগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ীর সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (৮ মে) ভোরে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ইউএনওকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নির্বাচনি দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। পথিমধ্যে তাঁর গাড়ী ফুলপুরের হরিরামপুর নামক এলাকায় পৌঁছলে শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউএনওর গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও গাড়ীতে থাকা ইউএনও গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও গাড়ির হেলপারকে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই কামাল আহমেদ।