দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এএসআইসহ দুজন নিহত
দিনাজপুরের ফুলবাড়ী ও সদরে সড়ক দুর্ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ও অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ মে) পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তাঁরা নিহত হন।
সদর উপজেলার নশিপুর নামক স্থানে ট্রাকচাপায় মমতাজ আলী (৪২) নামে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ফুলবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী শামসুল হক (৭০) নিহত হন।
সদর উপজেলার নশিপুরে আহত হয়েছেন এএসআই আব্দুল জলিল (৩৫)। তাঁরা দুজন একটি মোটরসাইকেলে ছিলেন। তাঁরা শহরের পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, আজ বিকেলে মোটরসাইকেলযোগে দশমাইলের দিকে যাচ্ছিলেন এএসআই মমতাজ আলী ও এএসআই আব্দুল জলিল। নশিপুর নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মমতাজ আলী আর গুরুতর আহত অবস্থায় আব্দুল জলিলকে হাসপাতলে নেওয়া হয়।
এ ঘটনায় জেলা পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।
অপর দিকে আজ দুপুরে ফুলবাড়ী উপজেলায় দিনাজপুরগামী ওষুধ বহনকারী পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী শামসুল হক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি পার্বতীপুর হরিরামপুর আবাসনের বাসিন্দা মৃত মজিবর রহমানের ছেলে। তিনি পেশায় এজন জেলে। এ দুর্ঘটনায় ভ্যানচালকসহ অপর দুই যাত্রী গুরুতর আহত হলে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।