সাংবাদিক বজলুল করিম সাব্বির আর নেই
সাংবাদিক বজলুল করিম সাব্বির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (৯ মে) রাতে মারা যান।
সাংবাদিক বজলুল করিম সাব্বির এনটিভির সিনিয়র নিউজরুম এডিটর শওকত করিমের ভাই। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে রাত ৯টায় তিনি মারা যান।
আগামীকাল শুক্রবার সকালে বজলুল করিম সাব্বিরের মরদেহ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা শহরের হাইস্কুল রোডের বাসায় নিয়ে আসা হবে। জুমার নামাজের পর সরকারি নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বজলুল করিম সাব্বির নলছিটিতে সাংবাদিকতা শুরু করেন। তিনি নলছিটি প্রেসক্লাবের সভাপতিও ছিলেন। পরে তিনি ঢাকায় সাংবাদিকতা শুরু করেন।