দিনাজপুরে ট্যাংক লরি ঢুকে গেল চায়ের দোকানে, নিহত ২
দিনাজপুরে ট্যাংক লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়লে এক পথচারী ও এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। আজ শনিবার (১১ মে) ভোরে দিনাজপুর-ফুলবাড়ী সড়কের কাউগা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাউগা মোড়ের নৈশপ্রহরী আজাহার আলী (৬০) ও রানা নামে (২৫) নামে এক পথচারী। তাদেরর বাড়ি দিনাজপুর সদর উপজেলার কাউগা মোড় এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ‘এ ঘটনায় ট্যাংক লরির চালক রাজু খন্দকার (৩০) ও তার সহযোগী সোহাগকে (৩০) আটক করা হয়েছে। ট্যাংক লরিটি জব্দ করা হয়েছে। তাদের বাড়ি কুষ্টিয়া জেলায়। নিহত দুজনের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’