দেশসেরা উদ্ভাবক প্রাথমিক শিক্ষিকার মরদেহ হাওরে
হবিগঞ্জের লাখাইয়ে হাওর থেকে ২০২২ সালে শিক্ষক বাতায়নে দেশসেরা উদ্ভাবক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রিবন রূপা দাশের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১২ মে) বিকেলে বিষাক্রান্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
রিবন রূপা দাশ লাখাই উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্বামী লাখাই মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষক অজয় চন্দ্র দাশ।
মরদেহ উদ্ধারের দুদিন আগে ফেসবুকে শিক্ষিকা রিবন রূপা দাশ একটি স্ট্যাটাস দেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ভবানীপুরের হাওরে ঝনঝনিয়া ব্রিজের কাছ থেকে রিবন রূপা দাশের মরদেহটি উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা ভ্যানেটি ব্যাগ, মোবাইল ফোন, চেক বইয়ের পাতা ও ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। মরদেহের কাছে দুটি বিষের বোতল পাওয়া গেছে। একটি ব্যবহৃত এবং অপরটি অব্যবহৃত অবস্থায়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই জানা যাবে।