প্রাথমিক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে কি না, তা তদন্তের বিষয় : রুমানা আলী
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী সম্প্রতি অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা বা প্রশ্নফাঁস বিষয়ে বলেছেন, এটি হয়েছে কি না তা তদন্তের বিষয়। তদন্তের পর বলা যাবে কী হয়েছে। তবে কোনো অনিয়ম হয়নি বা অস্বচ্ছতা হয়নি—সে বিষয়টি তিনি জোর দিয়ে অস্বীকার করতে পারেননি।
আজ সোমবার (১৩ মে) বিকেলে গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, শিশুদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে, যাতে তারা স্কুলকে ভয় না পায় বরং খেলার স্থান হিসেবে বিবেচনা করে স্কুলে যেতে চায়।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মণীষ চাকমা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক মির্জা মো. হাসান খসরু ও গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের বিদ্যালয়ের শিক্ষার পরিবেশগত সমস্যা ও অন্যান্য বিষয় প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।