শিশুকে ধর্ষণ শেষে হত্যা, বাবা-ছেলে গ্রেপ্তার
বরিশালের উজিরপুরে শিশুকে (৯) ধর্ষণ শেষে হত্যার ঘটনায় প্রধান আসামি তাওহিদ ও তার বাবা সুলতানকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার (১৪ মে) ফরিদপুরের চুনাঘাট বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ এর মিডিয়া অফিসার (এএসপি) ফয়জুল ইসলাম বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।
র্যাব জানায়, নিহত ওই শিশুকে আসামি গত ৩ মে বেলা ১১টার দিকে উজিরপুরের নিজ বাড়িতে নিয়ে গিয়ে বসতঘরে ধর্ষণ করে। পরে হত্যা করে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ৮ মে উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। সেই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া বাবা-ছেলে হলেন তাওহিদ হাওলাদার (৩০) ও সুলতান হাওলাদার (৫০)। তারা শিশুটির আত্মীয়।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে আসামিরা।