নাটোরে সয়াবিন তেলবাহী কাভার্ডভ্যান দুর্ঘটনা, হরিলুট
নাটোরের বড়াইগ্রামে কাভার্ডভ্যান দুর্ঘটনায় বিপুল পরিমাণ সয়াবিন তেল ছড়িয়ে পড়ে সড়কে। এ সময় দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান থেকে তেল পড়তে থাকায় হরিলুটের ঘটনাও ঘটে। আজ বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় বনপাড়া-হাটিকুমরুল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাভার্ডভ্যান দুর্ঘটনায় মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়ায় সড়ক পিচ্ছিল হয়ে যায়। এতে একাধিক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।
বনপাড়া হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলিমুল আল রাজী জানান, আজ সকাল ৭টার দিকে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় বনপাড়া-হাটিকুমরুল সড়কে ঢাকা থেকে নাটোরগামী সয়াবিন তেলবাহী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবাহী একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় কাভার্ডভ্যানটি। ফলে কাভার্ডভ্যানে থাকা সয়াবিল তেল ছড়িয়ে পড়তে থাকে সড়কে। টের পেয়ে আশপাশের লোকজন বিভিন্ন পাত্রে তেল সংগ্রহ শুরু করে।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ গিয়ে রেকারের সাহায্যে কাভার্ডভ্যানটি থানায় নিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে থানা পর্যন্ত সড়কের তিন কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়ে। এতে সড়কটি পিচ্ছিল হয়ে যায়। পরে বনপাড়া পৌর কর্তৃপক্ষ সড়কে বালু ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, তেলবাহী কাভার্ডভ্যানটি নাটোর সদরের একডালায় প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিপস ফ্যাক্টরিতে যাচ্ছিল।