ময়মনসিংহে আইইউবিএটির ছাত্রের চার টুকরো মরদেহ উদ্ধার
ময়মনসিংহে বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) এক ছাত্রের চার টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (২ জুন) সকালের সদর উপজেলার মনতলা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে তাঁর মাথা, দুই পা ও শরীরের চারটি টুকরো (মরদেহ) উদ্ধার করে পুলিশ।
পরে জানা যায়, তিনি আইইউবিএটির ছাত্র এবং তাঁর নাম ওমর ফারুক সৌরভ (২৪)। তাঁর গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি গ্রামে। তাঁর বাবার নাম ইউসুফ আলী। তবে গ্রামের বাড়িতে পরিবারের কেউ থাকেন না। নিহত ছাত্রের পরিবারের সবাই ঢাকায় থাকেন। তাঁদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ।
ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির, ইশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সৌরভ হত্যার কারণ এখনও জানা যায়নি। জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ।
সৌরভের মাথা একটি প্লাস্টিকের ব্যাগে এবং শরীরের বাকি অংশ একটি ট্রলিতে পাওয়া গেছে।
পুলিশের ধারণা সৌরভকে হত্যার পর মরদেহ গুম করার জন্য ব্রিজের উপর থেকে নিচে ফেলে দিয়ে চলে যায় হত্যাকারীরা।
অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির সাংবাদিকদের বলেন, এই খুনের সঙ্গে যে বা যারাই জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।