চট্টগ্রামে তিন মাদক কারবারির যাবজ্জীবন
চট্টগ্রামে চার বছর আগে এক লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার মামলায় তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বুধবার (৫ জুন) চট্টগ্রাম ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ স ম শহিদুল্লাহ কায়সার এ সাজার আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন মোহাম্মাদ ইব্রাহীম, জাহেদ হোসাইন ও মাহমুদুল হক। মোহাম্মাদ ইব্রাহীম ও জাহেদ হোসাইন আগে থেকে হাজতে ছিলেন। মাহমুদুল হক জামিনে ছিলেন। রায় ঘোষণার সময় সবাই আদালতে হাজির ছিলেন। এই তিন মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারদণ্ডসহ ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
পরে সাজার পরোয়ানামূলে আসামিদের কারাগারে পাঠানো হয়। জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০২০ সালের ২৪ ডিসেম্বর পটিয়া ও আনোয়ারা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে আনোয়ারা থানাধীন কালাবিবির দীঘির মোড় এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে সন্দেজনক দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল রেখে দৌড়ে পলানোর চেষ্টা করেন। তাৎক্ষনিক ধাওয়া করে তাঁদের আটকের পর তল্লাশি করে মোট ১৪টি বান্ডিলে মোট ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় তখন নিয়মিত মামলা করা হয় আনোয়ারা থানায়। ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই আদেশ দেন।