সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক শিষ্টাচারই বড় কথা : কবিতা খানম
সাবেক নির্বাচন কমিশনার বেগম কবিতা খাতম বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক শিষ্টাচারই বড় কথা। এ সময় তিনি নির্বাচন গ্রহণযোগ্য করতে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পরামর্শ দেন।
আজ শনিবার (৮ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ‘স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীকের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন কবিতা খানম।
সাবেক নির্বাচন কমিশনার বলেন, আইনের অস্পষ্টতা ও অসঙ্গতি উপজেলা পরিষদকে অকার্যকর করার জন্য দায়ী। নির্দলীয় বা দলীয় প্রতীক সুষ্ঠু নির্বাচনের জন্য ফ্যাক্ট নয়, রাজনৈতিক শিষ্টাচারই বড় কথা।
আরএফইডির সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর। সেমিনারে বাংলাদেশ উপজেলা জেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।