মন্দিরের চুরি হওয়া অলংকারসহ যুবক আটক
যশোরের কেশবপুরে সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে চুরির ঘটনায় পুলিশ হাসিব মোল্যা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (৮ জুন) বিকেলে উপশহর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
হাসিবের কাছ থেকে দুই ভরি ১০ আনা ওজনের একটি স্বর্ণের সীতাহার, তিন ভরি এক আনা ওজনের একটি রূপার কোমর বিছা ও তিন ভরি সাত আনা ওজনের পাঁচটি রূপার নূপুর উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৯ মে রাতে কেশবপুরে ওই মন্দিরের গ্রিল ভেঙে ১৩ ভরি এক আনা ওজনের স্বর্ণালংকার, ১৮ ভরি রূপার অলংকার ও ২২টি শাড়ি চুরি হয়। এ ব্যাপারে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে কেশবপুর থানায় মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম গতকাল বিকেলে উপশহর এলাকা থেকে একটি স্বর্ণালংকার ও কয়েকটি রূপার অলংকারসহ হাসিবকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন যে এগুলো কেশবপুরের মন্দির থেকে চুরি করা।
এসআই মফিজুল ইসলাম জানান, হাসিব ছাড়াও আরও পাঁচজন এই চুরির সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। আটক হাসিব খুলনার দিঘলিয়ার হাজিগ্রামের বাবুল মোল্যার ছেলে। তিনি যশোর উপশহর এলাকার মাহবুবুল আলম খানের বাড়িতে ভাড়া থাকতেন।