বেগম জিয়াকে মুক্ত না করে ঘরে ফিরব না : সেলিমা রহমান
‘অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে আন্দোলন ভয়াবহ রূপ নেবে। দেশনেত্রী মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীর নির্বাহী কমিটির সদস্য সেলিমা রহমান।
আজ সোমবার (১ জুলাই) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান এ হুঁশিয়ারি দেন।
সেলিমা রহমান বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শামিল হয়ে অনেকেই পরিজন হারিয়েছেন। অনেকে স্বামী-সন্তান হারিয়েছেন। কিন্তু তারপরও আমাদের রক্তে কেনা স্বাধীনতা আমরা কখনই বিসর্জন দিতে পারি না।’
নেতাকর্মীদের উদ্দেশে সেলিমা রহমান বলেন, ‘আপনারা মামলা-হামলা, নির্যাতনে অনেক কষ্ট করছেন। আপনারা অনেকেই বাড়িতে ঘুমাতে পারেন না, তারপরও আন্দোলন ছেড়ে চলে যাননি। আপনারা এখনও বেগম খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
জনগনের উদ্দেশে সেলিমা রহমান বলেন, ‘আপনারা যেভাবে নির্বাচন বর্জন করে এই সরকারকে না বলেছেন একইভাবে দেশনেত্রীর মুক্তির জন্য আমাদের সঙ্গে রাস্তায় নেমে আসুন। আমাদের লড়াই শুরু হয়েছে। যদি খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া হয় তাহলে আন্দোলন ভয়াবহ রূপ নেবে। মনে রাখবেন, বেগম খালেদার মুক্তি হলে গণতন্ত্রের মুক্তি হবে। আপনারা দেখছেন বেগম খালেদা জিয়াকে কীভাবে জেলের ভেতর মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে।’ নেতাকর্মীদের উদ্দেশে সেলিমা রহমান আরও বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে এ আন্দোলন ভয়াবহ রূপ নেবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না। কারণ দেশের মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি, দেশনেত্রীর মুক্তি মানে জনগণের মুক্তি।’
শহরের নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও উত্তর দক্ষিণ জেলা বিএনপির এ সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলাম।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির আহ্বায়ক ডা মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলুসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।