রুনা লায়লার সংগীত জীবনের ৬০ বছর
বাংলা গান ও বাংলাদেশের সংগীতকে এগিয়ে নেওয়ায় পেছনে উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার অবদান অনস্বীকার্য। সংগীতে তার দীর্ঘ ৬০ বছরের পদচারণা। হাজার হাজার গান জীবন পেয়েছে তার কণ্ঠে। এনটিভির ২২ বছরের পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ বুধবার (৩ জুলাই) যোগ দেন এই কিংবদন্তি সংগীতশিল্পি। সেখানে তিনি এক সাক্ষাৎকারে বলেন, এনটিভির ২২ বছরের পদার্পণ আর সংগীত জীবনে আমার ৬০ বছর—দুটো মিলে এটা আমার জন্য ডাবল আনন্দ।
রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে এনটিভি অনলাইনের প্রতিবেদক মাসুদ রায়হান পলাশ এই সাক্ষাৎকারটি নেন। এক প্রশ্নের জবাবে ‘ডাবল আনন্দ’র কথা জানিয়ে রুনা লায়লা বলেন, এনটিভিতে অনেক কাজ করেছি, অনেক পোগ্রাম করেছি। এনটিভি সবসময় আমার প্রিয় চ্যানেল। অনেক ভালো অনুষ্ঠান করেছে। দোয়া করি, আরও এগিয়ে যাক এনটিভি।
এনটিভি অনলাইনের পাঠকদের জন্য রুনা লায়লার সাক্ষাৎকারটি এখানে দেওয়া হলো।