দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৫
দিনাজপুরে আম বোঝাই ট্রাক ও ঠাকুরগাঁওগামী নাবিল এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৮ জন। তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (৫ জুলাই) সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে সদর উপজেলার উপজেলার পাঁচবাড়ি বাজারের চকরামপুর এলাকায় দিনাজপুর-ফুলবাড়ি সড়কে আরিয়ান পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ‘আম বোঝাই একটি ট্রাকের সঙ্গে নাবিল এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এতে মোট শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়।’
ওসি ফরিদ হোসেন জানান, নিহতদের মধ্যে ট্রাকের চালক হাসু ও গাড়ির সুপারভাইজার নাবিল রয়েছেন। বাকিদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাস রেকারের সাহায্যে সরিয়ে ফেলা হয়েছে। দুর্ঘটনার পর এক ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।