আপনার সাহস, আপনার দূরদর্শিতা আমাদের বিশাল সম্পদ : প্রধানমন্ত্রীকে ওবায়দুল কাদের
সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নাম জনগণ তাদের হৃদয়ে লিখেছে। হৃদয়ে লেখা নাম কেউ কোনো দিন মুছে ফেলতে পারবে না। আজ শুক্রবার (৫ জুলাই) স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, আপনার সাহস, আপনার দূরদর্শিতা আমাদের বিশাল সম্পদ।
সুধী সমাবেশে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টার দিকে তিনি সুধী সমাবেশের মঞ্চে ওঠেন। এই সমাবেশে কূটনীতিক, রাজনীতিবিদসহ দেড় হাজার সুধী অংশগ্রহণ করছেন।
২০২২ সালের ২৫ জুন নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতুর উদ্বোধন করেন। এরপর থেকে দক্ষিণের দুয়ারে যুক্ত হয় অগ্রগতির পালক। দেশে ছড়িয়ে পড়ে উন্নয়নের দ্যুতি। সংসদ অধিবেশনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি জানিয়েছেন, এরইমধ্যে যানবাহন পারাপার এক কোটি ২৭ হাজার ছাড়িয়েছে।
সড়ক পথের পাশাপাশি পদ্মার ওপর দিয়ে রেল পথেও রাতদিন চলছে ট্রেন। পদ্মা সেতু রেল লিঙ্কের ভাঙ্গা-যশোর অংশের কাজও শেষ হচ্ছে চলতি মাসেই। এই অংশ চালু হলে রেলপথে যশোর থেকে রাজধানীর দূরত্ব কমবে প্রায় ১৯৫ কিলোমিটার।