অগ্নিবীণা ট্রেন আটকে কোটাবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ
‘কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক’ এই স্লোগানে ময়মনসিংহ শহরে অগ্নিবীণা ট্রেন আটকে মানববন্ধন, সমাবেশ ও মিছিল করছে কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।
আজ রোবাবার (৭ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে সানকিপাড়া রেল ক্রসিংয়ে এসে অবস্থান নিয়ে জামালপুরগামী এই ট্রেনটি আটকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে আনন্দ মোহন কলেজ ক্যাপম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য দেন আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থী গকুল সূত্র ধর মানিক, স্বপন সূত্র ধর, আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী আলী হোসেন, ফারজা শেখ ঝুমি ও আশিকুর রহমান। বক্তারা অবিলম্বে শিক্ষার্থীদের দাবি কোটা পদ্ধতি বাস্তবায়নের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।